(ফিটি) এর সহযোগীতায় ঈদ-উল-ফিতর উপলক্ষে দৌলতপুর উপজেলার বিভিন্ন জায়গায় দরিদ্র ও বঞ্চিত মানুষদের মাঝে ঈদ উপহার

(ফিটি) এর সহযোগীতায় ঈদ-উল-ফিতর উপলক্ষে দৌলতপুর উপজেলার বিভিন্ন জায়গায় দরিদ্র ও বঞ্চিত মানুষদের মাঝে ঈদ উপহার

আলহামদুলিল্লাহ💙

শিশু বন্ধু ফাউন্ডেশন এর উদ্যোগে, ফ্রিল্যান্সিং আইটি এন্ড ট্রেনিং ইনস্টিটিউট (ফিটি) এর সহযোগীতায় ঈদ-উল-ফিতর উপলক্ষে দৌলতপুর উপজেলার বিভিন্ন জায়গায় দরিদ্র ও বঞ্চিত মানুষদের মাঝে ঈদ উপহার হিসেবে কিছু ঈদের বাজার সফলভাবে তুলে দেওয়া হয়েছে❤️

তারই একটি অংশের ছবি অন্যদের উৎসাহের জন্য দেওয়া হলো।

প্রচন্ড রোদ্রের মধ্যে শিশু বন্ধু ফাউন্ডেশন এর সভাপতি মোঃ তরিকুল ইসলাম (শিশির) এর উপস্থিতিতে স্বেচ্ছাসেবকরা প্রতি হতদরিদ্রের বাড়িতে গিয়ে উপহার সামগ্রী সহস্তে তুলে দিয়েছেন❤️

এই কর্মসূচি বাস্তবায়নে দায়িত্ব পালন করেন শিশু বন্ধু ফাউন্ডেশন এর সমাজকল্যান বিষয়ক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।

এভাবেই যেন শিশু বন্ধু ফাউন্ডশেন প্রতিটি মানুষের বন্ধু হিসেবে কাজ করে যেতে পারে। আমিন💜

কার্যক্রম বাস্তবায়নকারী টিমঃ

Mit Shishir

MO N IR

Ahsan Habib

MD Rabby Hossain

MD Shopon Khan

Shadhon Hasan

Md Shuvo Raj

Din Islam

Muntaha Islam Moon

ইফতিয়া ইয়াসমিন সাইফা

রোকনুজ্জামান

Ruḃẫiyẫ Afřiň

Shathi Akter

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *