আমাদের সম্পর্কে
শিশু বন্ধু ফাউন্ডেশন একটি অলাভজনক সামাজিক সংগঠন, যার মূল লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া শিশু ও বৃদ্ধদের পাশে দাঁড়ানো। আমরা বিশ্বাস করি, সামান্য সহযোগিতা ও সঠিক পরিচর্যা একটি শিশুর ভবিষ্যৎ বদলে দিতে পারে এবং একজন বৃদ্ধের জীবনকে করে তুলতে পারে সম্মানিত ও সুখময়।
আমাদের কাজ
- শিশুদের জন্য কর্মসূচি:
- শিক্ষা সহায়তা (স্কুল ফি, বই, ইউনিফর্ম প্রদান)
- পুষ্টিকর খাবার বিতরণ
- স্বাস্থ্য সেবা ও চিকিৎসা সহায়তা
- মানসিক বিকাশে সহায়ক কার্যক্রম
- বৃদ্ধদের জন্য সেবা:
- বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প
- নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সহায়তা
- সঙ্গীহীন বৃদ্ধদের জন্য সামাজিক সহায়তা
আপনিও অংশ হতে পারেন
আপনার ছোট্ট অবদান একটি শিশুর শিক্ষার আলো বা একজন বৃদ্ধের মুখে হাসি ফোটাতে পারে। আমাদের সঙ্গে যুক্ত হয়ে মানবতার সেবায় এগিয়ে আসুন।
- স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিন
- অর্থসাহায্য করুন
- প্রয়োজনীয় সামগ্রী দান করুন
যোগাযোগ
📞 ফোন: [০১৭৩৫ ৫৬৫৭৭৬, ০১৬০২ ০০২৫৯৮]
📧 ইমেইল: [contact@shishubondhu.org]
🌐 ওয়েবসাইট: [www.shishubondhu.org]
📍 ঠিকানা: [হোসেনাবাদ (টেকনিক্যাল কলেজ সংলগ্ন), দৌলতপুর, কুষ্টিয়া।]
“সবার জন্য সুন্দর আগামী গড়তে একটু সহযোগিতাই যথেষ্ট।”
শিশু বন্ধু ফাউন্ডেশন – মানবতার সেবায় নিবেদিত